Rose Good Luckশেষ চিঠি... কেন এমন চিঠি হয়! Crying At Wits' End

লিখেছেন লিখেছেন মামুন ০২ অক্টোবর, ২০১৪, ১১:১৫:২৬ রাত

শীতকাল।

বউ দিবসে ফুরফুরা মেজাজ নিয়ে কোনাবাড়ী থেকে একটা ম্যাক্সিতে চন্দ্রার উদ্দেশ্যে রওয়ানা হলাম। মাগরিবের নামাজ পড়ে নিয়েছি। এখন আর কোনো চিন্তা নাই। শীতকাল হওয়াতে সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয় এখন। তাই আগের মত বৃহস্পতিবারে মাগরিবের নামাজ কাযা হবার কষ্ট টা নেই।

একটু ক্ষিদেও পেল। তবে রাস্তার খোলা খাবার খাওয়ার অভ্যাস আমার নাই। বাদাম জাতীয় কিছু পেলেও না হয় খাওয়া যেত। চন্দ্রা নেমে স্ট্যান্ডে এক বাদাম বিক্রেতাকে পেলাম। ওর কাছ থেকে ২৫০ গ্রাম বাদাম কিনলাম। কাগজের ঠোংগায় বাদাম নিয়ে বিআরটিসি’র দোতলা বাসের উপরের তলায় ঊঠে একেবারে সামনের দিকের সিটে বসলাম। সবার উপরে থাকার একটা মজাই আলাদা। এটা যে থাকে সে-ই কেবল বুঝতে পারে। এই উপরে থাকা নিয়েই না দেশের চলমান রাজনৈতিক সংকট।

বাদাম খাবার নিয়ম হল, আগে ঠোঙা থেকে সব বাদাম নিজের যে কোনো একটা পাত্রে (নিজের পকেটও হতে পারে) রেখে, খাবার সময় খোসা গুলো সেই ঠোঙ্গায় রাখা। তাহলে আর বাদামের খোসায় যায়গা নোংরা হবে না। অনেককেই দেখি, বাসের ভিতরে বিদ্ঘুটে আওয়াজ করে বাদাম চাবায় আর এখানে সেখানে খোসা ফেলে। বাদামের লাল রঙের আবরণটাও ফু দিয়ে মানুষের শরীরে ফেলে। এরাও এক ধরণের গিদার। এদেরকেও বাংলা ওয়াস করা দরকার।

আমি বাদামের খোসা রাখতে গিয়ে কাগজের ঠোঙার উপরে একটা লেখার দিকে চোখ পড়ল। লাল কালি দিয়ে লেখা-

Read My Lips

ভালো করে এবার ঠোঙাটি চেক করে বুঝলাম এটা একটি প্রেমপত্র- যা এখন বাদামের ঠোঙা হিসাবে ব্যবহৃত হচ্ছে। প্রেমপত্রটির ঠিক মাঝখানে লিপিস্টিক জাতীয় কিছু দিয়ে কোন প্রেয়সীর ঠোটের ছাপ আঁকা রয়েছে। হয়ত কোন এক প্রেমিকের জন্য একজন প্রেমিকার হৃদয় নিংড়ানো ভালবাসার বহিঃপ্রকাশ ছিল এই চিঠি- যা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।[প্রশ্ন আসতে পারে, কিভাবে বুঝলাম প্রেমিকার চিঠি? চিঠির শেষে লিখা নাম দেখে।] কারণ যদি সফল প্রেম হত, তবে আজ এই চিঠিটি এভাবে বাদামের ঠোঙা হিসেবে ইউজ হত না। কারো হৃদয়ের গোপন যায়গার সাথে সাথে খুব সেফ একটি স্থানে এই চিঠিটির আজ থাকার কথা। যদিও কারো গোপন চিঠি পড়া ঠিক নয়- তারপরও অচেনা হবার জন্য এবং লিখার প্রাসঙ্গিকতার জন্য দু’একটি লাইন তুলে দিলাম-

“ তুমি অবশ্যই আজ রাত ১০টার পরে ফোন করে আমাকে তোমার সিদ্ধান্তের কথা জানাবে। অনেক কিছু লেখার ছিল, কিন্তু পারছি না। ঠান্ডা মাথায় আমার কথা, সমস্যার কথা, ভবিষ্যত জীবনের কথা ভেবে সিদ্ধান্ত নাও... ... ... তোমার চিন্তায় আমার আর পড়াশোনা হবে না ”

চিঠির মালকিনের জন্য আমার হৃদয়ে একটু কষ্ট অনুভব করলাম। শেষ পর্যন্ত কেন চিঠিটি পেলোনা যার পাবার কথা ছিল? কিংবা যে পেয়েছিল সে-ই হয়ত বাদামের ঠোঙা ওর উৎকৃষ্ট স্থান ভেবেছিল!

এই ভাবনায় তাড়িত হয়ে আরও একটা বড় কষ্টের স্রোত স্বর্গ থেকে আমার হৃদয়ের দিকে ধাবিত হয়। দোতলা বাসটিও যেন তুমুল বেগে সেই গতির সাথে পাল্লা দিচ্ছে।

আমার ভাবনায় একজন অপরিচিতার হৃদয় নিঙড়ানো কিছু অনুভূতি শব্দাকারে ঘুরপাক খায়। সেই রাতে দশটার পরে তাকে কেউ কি ফোন করেছিল? সিদ্ধান্ত জানিয়েছিল? উত্তর নেগেটিভ হবারই সম্ভাবনা বেশী।

নাহলে কি কিছু হিরন্ময় অনুভূতি বাদামের ঠোঙায় পরিণত হয়! Crying

বিষয়: বিবিধ

১১৯৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270956
০২ অক্টোবর ২০১৪ রাত ১১:২৫
আফরা লিখেছেন : আমার যে এখন বাদাম খেতে মন চায় ! আমাদের ঘরে বাদাম আছে কিন্তু বাংলাদেশের বাদাম কই পাব ভাইয়া । Crying Crying
০২ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৯
215014
ফেরারী মন লিখেছেন :

লাগবে নাকি মডু আফা একদম দেশী বাদাম। Big Grin
০২ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৪
215020
আফরা লিখেছেন : ওটা কি খাওয়া যায় নাকি পারলে পোষ্টে পাঠান ।ফেরারী মন ভাইয়া @
০২ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৪
215021
মামুন লিখেছেন : ধন্যবাদ।
ইতোমধ্যে ফেরারী মন ভাই নিশ্চয়ই বাদাম দিয়ে দিয়েছেন?
কান্না করবেন জানলে লিখাটা 'বাদাম না পাঠিয়ে' পষ্ট করতাম না।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
০২ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৭
215026
আফরা লিখেছেন : ধন্যবাদ সহানুভুতিটুকু দেখানোর জন্য । @ ফেরারী মন ভাইয়া ও @ মামুন ভাইয়া ।
০২ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৬
215031
ফেরারী মন লিখেছেন : এড্রেস দাও কাল তোমাকে ১ কেজি বাদাম কুরিয়ার করে পাঠাবো। কথা দিচ্ছি।
০৩ অক্টোবর ২০১৪ রাত ১২:৩৮
215061
আফরা লিখেছেন : আকাশের ঠিকানায় পাঠিয়ে দেন ভাইয়া ।ফেরারী মন @
০৩ অক্টোবর ২০১৪ রাত ১২:৪৮
215068
ফেরারী মন লিখেছেন : আকাশের ঠিকানায় চিঠি লিখে সালমান শাহ মারা গেছে আমি আকাশের ঠিকানায় বাদাম পাঠিয়ে পরপারে যেতে চাই না। Sad দেখি অন্যকোনভাবে তোমাকে খাওয়ানো যায় কিনা।
270972
০২ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৩
ফেরারী মন লিখেছেন : কষ্ট পেলাম ভাই। বহুত কষ্ট Sad Sad
০২ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৯
215035
মামুন লিখেছেন : দুঃখিত কষ্ট দেবার জন্য।
কি আর করবেন,নিজের জন্য কিছু বাদাম রেখে থাকলে সেগুলো শব্দ না করে খেতে থাকুন।
ধন্যবাদ এবং শুভেচ্ছা।Good Luck Good Luck
270979
০২ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আহা সন্ধ্যে বেলা বাজার থেকে গরম গরম বাদাম ভাজা নিয়ে হালকা ঝাল লবন দিয়ে বাদাম খাওয়ার মজাই আলাদা! মামুন ভাই কি যে মনে করিয়ে দিলেন??? এখন কি করি???
০৩ অক্টোবর ২০১৪ রাত ১২:০০
215037
মামুন লিখেছেন : ধন্যবাদ।
আপনাদেরকে মনে করিয়ে দিয়ে আপনাদেরকেই শুধু বিপদে ফেলি নাই। এখন আমার এখানে রাত বারোটা। আমার নিজেরই যে খেতে ইচ্ছে করছেCrying
ধন্যবাদ সাথে থেকে অনুভূতি রেখে যাবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File